• আজ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির | বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির | সাজিদ’র রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল ইবি। | সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | প্রয়োজনে গোপালগঞ্জের ঘটনায় মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ভিসাপ্রার্থীদের কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস | জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। | কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগে ১২ শিক্ষার্থী বহিষ্কার। | গণহত্যা করেও অনুশোচনা নেই হাসিনার, করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র’ | গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার আহ্বান নাহিদের |

ইকসু গঠনসহ ১০ দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনসহ ১০ দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন।

বুধবার (২৫ জুন) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপি উল্লেখিত দাবিগুলো হলো, অনতিবিলম্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও প্রতিবন্ধী কোটা বাতীত অন্যান্য অযৌক্তিক সকল কোটা ব্যবস্থা বাতিল, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মেয়েদের নামাজের স্থান নির্ধারণ, সেশনজট নিরসন, ভর্তি ফি হ্রাস আইন, জটিলতা কাটিয়ে ইকসু রোডম্যাপ ঘোষণা, সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন, সনদ উত্তোলনে ভোগান্তি নিরসন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হল সমুহে ভেন্ডিং মেশিন স্থাপন করে হাইজিন সামগ্রী, ওষুধ (ব্যথানাশক, প্রাথমিক চিকিৎসার পণ্য) সরবরাহ নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সেবা উন্নতকরণ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তাদের দাবিগুলোর কিছু আমরা করেছি অন্য কাজ ও কিছু চলমান আছে। আর ইকসু গঠনের বিষয়ে আমরা এখনো আলোচনা করিনি, পরবর্তী সিন্ডিকেটে এ বিষয়ে আলোচনা করবো। কিছু ছাত্র সংগঠন ছাত্রসংসদ গঠনের বিষয়ে বলেছে, আমরা তাদের কাছে ঐ ডকুমেন্টগুলো চেয়েছি। পরবর্তী কাজ করার ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনায় রাখবো।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তাদের দাবিগুলোর কিছু আমরা করেছি অন্য কাজ ও কিছু চলমান আছে। আর ইকসু গঠনের বিষয়ে আমরা এখনো আলোচনা করিনি, পরবর্তী সিন্ডিকেটে এ বিষয়ে আলোচনা করবো। কিছু ছাত্র সংগঠন ছাত্রসংসদ গঠনের বিষয়ে বলেছে, আমরা তাদের কাছে ঐ ডকুমেন্টগুলো চেয়েছি। পরবর্তী কাজ করার ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনায় রাখবো।