• আজ ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

শেরপুরে নায্য উন্নয়নের দাবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৬:৫০ অপরাহ্ণ | মে ১৫, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে জেলার উন্নয়নের দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অস্টমীতলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই পাশে অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে।

জেলাবাসির দাবিগুলোর মধ্যে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেললাইন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন করা।

জানা গেছে, ১৯৮৪ সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও ৪১ বছর পর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলার প্রায় ১৬ লাখ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এতে শেরপুরবাসী আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জেলা বাসি।

এসময় জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, উচ্চ শিক্ষার্থে বিশ্ববিদ্যালয়, যোগাযোগের ক্ষেত্রে রেল নেটওয়ার্কের সংযোগ, পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসা প্রসারে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি করেন বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী জাহিদুল হক মনির বলেন, আমাদের শেরপুরকে এগিয়ে নিয়ে যেতে শেরপুর প্রেসক্লাব উদ্যোগ নিয়েছে। এতে আমরা ঘরে না বসে থেকে সবার সঙ্গে এক হতে রাস্তায় নেমেছি।

আমরা চাই শেরপুরের একটি মেডিক্যাল কলেজ, রেললাইন, পর্যাটন খাতে উন্নয়ন, কৃষিখাতে উন্নয়ন।

স্কুল ছাত্র শিশির বলেন, আমরা স্কুলের পড়াশোনা শেষ করে ভালো কোন কলেজে শেরপুর পড়তে পারি নাই। কারণ আমাদের শেরপুরে স্বাধীনতার এত বছর পরও কোন ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় হয় নাই। আমরা চাই শেরপুরে এসব হোক।

কলেজ ছাত্রী জেসমিন বলেন, ‘আমরা মেয়ে মানুষ স্কুল শেষ করে কলেজে ওঠলে মেডিক্যাল বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শেরপুরের বাইরে যেতে হয়। কিন্তু পাশের জেলা জামালপুরের মেয়েরা তাদের জেলায় পড়াশোনা করতে পারে কারণ তাদের অনেককিছুই আছে। কিন্তু আমাদের নাই। আমরা চাই আমাদের জেলায় থেকে পড়াশোনা শেষ করতে।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা জানান, আমরা আজকে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। এতে পুরো জেলার মানুষ অংশগ্রহণ করেছে। এপরও যদি উন্নয়ন না হয় তাহলে সকলকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পাশের জেলায় যে উন্নয়ন হয়েছে তার শতভাগের একভাগও আমাদের জেলায় হয়নি। আমরা লক্ষ্য করেছি শেরপুরের কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটনের উন্নয়ন খুবই প্রয়োজন এবং এটা শেরপুরের মানুষের দাবি।

শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নিবার্হী সদস্য সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হাসান রুবেল, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা ও শফিকুল ইসলাম মাসুদ, জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, জেলা জামায়াতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।