• আজ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৮ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

| নিউজ রুম এডিটর ৮:২৭ অপরাহ্ণ | আগস্ট ১, ২০২৫ সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: বকুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি গাজাসহ দুই মাদক কারবারি ও তাদের ব্যবহৃত দুটি মটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার দ্বিতীয় ধরলা সেতুর পুলিশ চেকপোস্টে অভিযান কালে মাদক কারবারি চানমিয়া (৫৫) কবিরাজের মটর সাইকেলের সিটের নীচে বিশেষ কায়দায় সংরক্ষিত ৪ কেজি গাজা উদ্ধার করা হয়। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের যতীন্ত্রনারায়ণ গ্রামের বাসিন্দা। অপর মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৯) মটর সাইকেলে একই কায়দায় ৪ কেজি গাজা পরিবহনের সময় হাতেনাতে ধরা পরেন। তিনি বালাবাড়ি ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত: আব্দুর রউফের ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অফিসার ইনচার্জ (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মুলে আদামের অভিযান অব্যাহত থাকবে।