• আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম
 লিভার প্রতিস্থাপন করতে হবে খালেদা জিয়ার, পরিবারের আবেদন | ক্রিকেট পাড়ায় উত্তাপ, বিশ্বকাপ দলে কি থাকছেন তামিম? | নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে: ইসি আনিছুর রহমান | খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’ | ভারতের কাছে বাংলাদেশের শোচনীয় হার | খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী | বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী | নিবন্ধিত নিউজ পোর্টাল “পিপলস নিউজ এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | নিবন্ধন পেল পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টাল | আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক |

কোমা থেকে উঠে পুলিশকর্মী জানলেন তিনি মৃত, চাকরিও গেছে

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ৪, ২০২১ আন্তর্জাতিক, যুক্তরাজ্য

দীর্ঘ নয়মাস কোমায় ছিলেন কেনিয়ার পুলিশকর্মী রুবেন কিমুতাই লেন। গত নয় মাস আগে একটি দুর্ঘটনার জেরে কোমায় চলে যান তিনি। তবে পরে জ্ঞান ফিরে জানতে পারেন, পুলিশের খাতায়-কলমে তিনি মৃত। তাকে মৃত ভেবে পুলিশের পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে তাকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার বিষয়টি নিশ্চিত করেছে।

কেনিয়ার ওই পুলিশকর্মীর পরিবারও জানান, ওই দুর্ঘটনার পর মর্গেও খোঁজা হয়েছিল তাকে। তবে কোথাও পাওয়া যায়নি। পুলিশ রুবেনের মরদেহ না পেয়েই তার নাম মৃতের তালিকাভুক্ত করে এবং চাকরিতে তার পদ শূণ্য ঘোষণা করে।

তবে তার চিকিৎসকরা বলছেন, কেনিয়ার সবচেয়ে বড় হাসপাতাল কেনিয়াট্টা ন্যাশনালে। এরপরও তার খোঁজ না পাওয়ার কারণ হলো, রুবেনের কোনও তথ্য ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধারের সময় কোনও পরিচয় পত্রও মেলেনি।

চিকিৎসকরা আরও জানান, নয় মাস পর রুমেনের জ্ঞান ফেরার পর নিজের নামও বলতে পারছিলেন না তিনি। এর বেশ কয়েকদিন পর তার স্মৃতি ফিরে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সাথে যোগাযোগ করে।

তবে পুলিশের চাকরিটি রুমেন আর ফেরত পাবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও তার পরিবার বলছে, চাকরি করতেও আর বিশেষ আগ্রহী নন রুমেন। আগাম অবসর নিতে চান।

পিএন/জেটএস


করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে