• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র বিতরণ

| নিউজ রুম এডিটর ৪:৩৯ অপরাহ্ণ | জানুয়ারি ১১, ২০২২ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১১ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ৪শ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিষদের সচিব মোঃ সাহাবউদ্দিন আহমেদ (শাওন), লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জসিম উদ্দীন, লতব্দী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিজউদ্দিন ফালু,লতব্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর,স্বাস্থ্য ও বিষয়ক সম্পাদক পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মান্নান মাহমুদ, সহ-সভাপতি শেখ সেলিম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ফরহাদ হাওলাদার,মিজানুর রহমান সহ পরিষদের সকল নারী-পুরুষ সদস্যবৃন্দ।