মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. ইব্রাহীম হোসেন রাতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সায়মন ইসলাম রনি’র সঞ্চালনায়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন নিরব, যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাদিব ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা ইভান, লিমনসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।