• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

ঘোড়াঘাটে পায়ের রগ ও গলা কাটা অবস্থায় কিশোরের লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৫:৫৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পায়ের রগ ও গলা কাটা অবস্থায় ৮ম শ্রেণীতে পড়–য়া রিশান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের নিকট পরিত্যাক্ত হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছেন। তিনি বিষয়টি হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র এএসপি শরিফ আল রাজিবকে অবগত করলে তিনিও বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন।

এ হত্যাকান্ড ব্যাপারে সার্কেল শরিফ আল রাজিবের সঙ্গে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা কান্ড সংঘটিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে অবগত করা হয়েছে। ময়না তদন্ত ও অধিকতর তদন্তেই হত্যাকান্ডের মোটিভ বেরিয়ে আসবে।

এ হত্যাকান্ডের বিষয়ে নিহত রিশানের দাদী ফাতেমা খাতুন জানান, শুক্রবার রাত ১০ টায় রিশান সহ তার পিতা লিটন মন্ডল একসাথে ভাত খায়। সে সময় রিশানের নিকট একটি ফোন আসে। এরপর সে রাতেই বাড়ী থেকে বের হয়ে যায়। সারারাত বাড়ীতে না আসায় শনিবার সকালে লোক মারফত তার মৃত্যুর সংবাদ পায়। তবে ফাতেমা খাতুন জানান, তার ছেলে অর্থাৎ রিশানের পিতা লিটনের মেন্টাল সমস্যায় তার স্ত্রীকে মারধর করার কারনে গত দুই রাত থেকে স্ত্রী রমিছা খাতুন পাশের বাড়ী অর্থাৎ লিটনের চাচার বাড়ীতে রাত যাপন করে আসছে। তার দাদী আরও জানান, রিশান হাটেলে কাজ করে পড়াশুনার খরচ যোগাতো। সে স্থানীয় আল হেরা ইসলামী প্রি-ক্যাডেট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের পর লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে। এছাড়া এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।