• আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ল্যাপটপ ছিনতাইকালে গ্রেফতার ০২,

| নিউজ রুম এডিটর ৩:৪৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রিকশা থেকে ল্যাপটপ ছিনতাইকালে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ‍উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মতিউর রহমান ও মোঃ দিদার মুন্সি। এসময় তাদের হেফাজত থেকে একটি ব্যাগ সহ ল্যাপটপ, দুইটি চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ টায় উওরা পশ্চিম থানার ১০ নং সেক্টর এলাকায় পৌঁছালে ২ জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে জনৈক হাসান আল রিয়াদকে বহনকৃত রিকশা গতিরোধ করে। ভিকটিমকে ধারালো চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় উক্ত এলাকার টহল পুলিশ ছিনতাই হওয়া ল্যাপটপসহ দুই ছিনতাইকারীকে মতিউর ও দিদারকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে