মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রিকশা থেকে ল্যাপটপ ছিনতাইকালে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মতিউর রহমান ও মোঃ দিদার মুন্সি। এসময় তাদের হেফাজত থেকে একটি ব্যাগ সহ ল্যাপটপ, দুইটি চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ টায় উওরা পশ্চিম থানার ১০ নং সেক্টর এলাকায় পৌঁছালে ২ জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে জনৈক হাসান আল রিয়াদকে বহনকৃত রিকশা গতিরোধ করে। ভিকটিমকে ধারালো চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় উক্ত এলাকার টহল পুলিশ ছিনতাই হওয়া ল্যাপটপসহ দুই ছিনতাইকারীকে মতিউর ও দিদারকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।