মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে গত ১৭ ফেব্রুয়ারী থেকে এক সপ্তাহব্যাপী বিষয় ভিত্তিক গণিত প্রশিক্ষণের ১ম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আগামী ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এ কর্মশালা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) রেজাউল করিম, উপজেলা প্রোকৌশলী শাইদুর রহমান মিঞা, মান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কান্তি কুমার প্রমূখ।