নিজস্ব সংবাদদাতাঃ বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল হাউজিং ও এলাকাবাসীর উদ্যোগে ৯ম বার্ষিকী ওরশ
মোবারক ২১ ফেব্রæয়ারী সোমবার বাদ এশা স্থানীয় অলিম্পিয়া ঘাট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়। খাজা গরীবে নেওয়াজ ওরশ কমিটির সভাপতি মোঃ সানির সভাপতিত্বে
ওরশ মোবারকে প্রধান বক্তা হিসেবে নূরানী বয়ান করেন সুদূর কুমিল্লার জালালী দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী মিশকাত হোসাইন জালালী।
বিশেষ মেহমান হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের দুই দুইবারের সাবেক সফল কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধান,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মদ,বন্ধু ব্রিকফিল্ড’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান শুভ ও আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন।
পরিশেষে ওরশ মোবারকে আখেরি মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে ওরশ মোবারকের সমাপ্তি করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। মাহফিলে নারায়ণগঞ্জের স্বনামধ্য ওসমান পরিবারের প্রয়াত সকল সদস্যের বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ সাংসদ সেলিম ওসমান,একেএম শামীম ওসমান,প্রয়াত সাংসদপুত্র আজমীর ওসমান,বেগম পারভীন ওসমানসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
শাসনেরবাগে পুলিশী নোটিশের তোয়াক্কা না করে ইটভাটা চালাচ্ছে রহিম বাদশা গং