সোনাগাজী প্রতিনিধি :-ফেনী-৩ আসনের এমপি ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরী ও তার সহধর্মিণী জেসমিন মাসুদ চৌধুরী করোনা মুক্ত হওয়ায় সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজরান গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধার আয়োজনে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ। এতে সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয়পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরুল কায়েস মৃধার কুরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- কারী নিজাম উদ্দিন আবিদ।