স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসত ঘরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায় জিতু শেখের পরিবারের পাশে দাড়ালেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কপাসের হোসেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে অবস্থিত অসহায় জিতু শেখের বসত বাড়ীতে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিদর্শনে গিয়ে সহমর্মিতা জ্ঞাপনসহ পরনের কাপড়সহ সাংসারিক যাবতীয় সামগ্রী উপহার হিসেবে জিতু শেখে হাতে তুলে দেন তিনি। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কপাসের হোসেনের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগী প্রদান করা হয়।
এসময় তার সাথে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী জিন্না,প্রচার সম্পাদক মোঃ আলম শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, কোলা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিরাজ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সফিউল মোড়ল, ও কোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিমনসহ আরো অনেকে।