• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নড়াইলে মর্মান্তিক মটরসাইকেল দূর্ঘটনায় আহত ৩

| নিউজ রুম এডিটর ১২:৪৮ অপরাহ্ণ | মার্চ ৬, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদরের তুলারামপুর আশার আলো কলেজের সামনের মোড়ে মর্মান্তিক মোটর সাইকেল দূর্ঘটনা ঘটে গতকাল শনিবার রাত ৮টার সময় আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী।

তার মধ্যে দুজনের পরিচয় যানা যায় নি।পর্তাক্ষদর্ষিদের মাধ্যমে জানা যায় মালিয়াট থেকে তুলারামপুর বাজার অভিমুখে অতিদ্রুত যাত্রা কালে আশার আলো কলেজের সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তুলারামপুর দক্ষিনপাড়া নিবাসী ফায়ার সার্ভিসে কর্মরত নুরুজ্জামানের ছেলে মোঃখালিদ হোসেন সহ তিন আরোহী।

৩জনের মধ্যে দুজনের অবস্হা খারাপ হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হয়েছে।তাদের দুজনের অবস্হা আশংকাজনক।