• আজ ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ |

একে অপরকে গুলি করে লাশ হলেন ২ বিএসএফ

| নিউজ রুম এডিটর ৩:১৬ অপরাহ্ণ | মার্চ ৭, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

একে অপরকে গুলি করে লাশ হলেন ২ বিএসএফ
পাঞ্জাবের অমৃতসরের পর এ বার গুলিতে প্রাণ গেল মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে। গুলিতে দুই বিএসএফ সেনা নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা সদস্য তর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই একে অপরকে গুলি করেন।

তারা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

বিএসএফ সূত্রে জানা গেছে, ওই দুই সেনা কোনো কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর তারা একে অপরকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বিএসএফ ক্যাম্পের ভেতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত ওই দুই বিএসএফ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

কী কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সেটাও স্পষ্ট নয়।

দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। সামগ্রিকভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এর আগে বিএসএফের এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন এক কনস্টেবল। রোববার (৬ মার্চ) সকালের এই ঘটনায় পাঁচ বিএসএফ সৈন্য নিহত হয়েছেন।