মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে নির্ধারীত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩টি দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্তিতিশীল অবস্থা সারাদেশ জুড়েই বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় হিলিতে এমন অভিযোগ শোনা যাচ্ছে। তারই পেক্ষিতে বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যেন নির্ধারীত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি ও মজুদ করতে না পারে সেলক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।