• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

হিলিতে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৫:৫৮ অপরাহ্ণ | মার্চ ৭, ২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে নির্ধারীত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩টি দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্তিতিশীল অবস্থা সারাদেশ জুড়েই বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় হিলিতে এমন অভিযোগ শোনা যাচ্ছে। তারই পেক্ষিতে বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যেন নির্ধারীত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি ও মজুদ করতে না পারে সেলক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।