• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

| নিউজ রুম এডিটর ৮:০০ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২২ সারাদেশ

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটা থেকে উপজেলা সন্মেলন কক্ষে এক
আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,ভোক্তা পর্যায়ে আত্রাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার অফিসারের প্রতিনিধি আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামছুল আলম,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপজেলা কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ ওয়ালী উল-ইসলাম।

আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ‌কেএম কামাল উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেস বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান,হোটেল রেঁস্তরার মালিক উমির উদ্দিনসহবিভিন্ন সেক্টরের প্রতিনিধিগন। বক্তরা ওষধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখা সহ আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোট পরিচালনার উপর গুরুত্ব দেয়া আহ্বান জানান সেমিনারে উপস্থিত বক্তারা।