• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ স্ত্রী-সন্তানদের রেখে পরপারে সাইদ

রাজধানীর বাড্ডার বেরাইদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ (৩৭) নামে একজন মারা গেছেন।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। সাইদের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তিন তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হন।

সাইদ ছাড়া বাকি দগ্ধরা হলেন- তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী গৃহিণী।

চিকিৎসকরা জানান, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।