

আজ ২৯ শে মার্চ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ২৬ বছর পুর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আইন শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৬ সালের ২৯ শে মার্চ প্রতিষ্ঠিত হয় জাতির পিতার নামে গড়া সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
আজ ২৬ বছর পুর্তি উপলক্ষে সেগুনবাগিচায় সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম আহসানুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শরীফ আজাদ মোঃ আকবর লিমন, বোরহান উদ্দিন ডালিম, ক্রিড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান ভুইয়া, ধর্ম সম্পাদক কেরামত সর্দার, মেট্রপলিস আইডিয়াল ল কলেজ শাখার সভাপতি আবদুল জলিল হাওলাদার, জাতীয় আইন কলেজ শাখার সভাপতি রোকেয়া সুলতানা, সাধারন সম্পাদক কাজি রুমা,সেন্ট্রাল ল কলেজের সভাপতি দিলিপ কুমার মন্ডল, সাধারন সম্পাদক মনসুর আহমেদ, তাপস পাল, বঙ্গবন্ধু ল কলেজের আহবায়ক খন্দকার এনামূল নাসির, সদস্য সচিব এনামুল হক সাগর, সিটি ল কলেজের শাওন, এছাড়াও জাতীয় আইন কলেজের সহ সভাপতি রিয়া চৌধুরী সাংগঠনিক সম্পাদক সুবর্না, কামরুজ্জামান, রোজানা সহ প্রমুখ।
সংগঠন্রর সভাপতি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু এবং সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিটি মহানগর, পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জেলা,ল কলেযে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সুসংগঠিত সাংগঠনিক কমিটি রয়েছে। বাংলাদেশের পাশাপাশি সুদুর যুক্তরাজ্য পর্যন্ত এই সংগঠনের বিস্তর লাভ করেছে। এই সংগঠনের সাবেক এবং বর্তমান নেতাকর্মী মিলিয়ে প্রায় চার হাজার আইনজীবী বাংলাদেশের বিভিন্ন বারে সুনামের সহিত আইন পেশায় নিয়োজিত আছে। এমনকি অনেকে বিভিন্ন বারের নেতৃতে দিয়ে আসছেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঢাকার বাহিরে খুলনা মহানগর, যশোর জেলা, কুস্টিয়া জেলা, কক্সবাজার জেলা, সিরাজগঞ্জ জেলা, টাংগাইল জেলা, চাঁদপুর জেলা, চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন ইউনিট যথাযথ ভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।