মোঃরফিকুল ইসলাম মিঠু।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার খানের পিয়ন আনোয়ার কে খুশী না করলে নাগরিক সেবা পেতে বেগ পেতে হয় বলে অনেক ভুক্তভোগী জানান। উক্ত ব্যাক্তির সম্বন্ধে মুঠো ফোনে ১ নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব বি কে এম নাসিরের সাথে কথা হলে তিনি বলেন আমার সামনে এমন ঘটনা ঘটতে দেখিনি তবে যদি ঘটে থাকে তা দুঃখজনক। তিনি আরো বলেন আপনি সময় করে আগামীকাল আসেন তাকে আপনার সামনে সাবধান করে দিব।
কিন্তু কথা হলো যে খানে স্পষ্ট লেখা আছে এখানে জন্মনিবন্ধন,ওয়ারিশ সনদ,মৃত্যু সনদ নিতে কোন প্রকার টাকা পয়সা লাগেনা। তাহলে পিয়ন টাকা চায় কেন?