সাইফুল ইসলাম ফয়সালঃ কুমিল্লা সিটি কর্পোরেশন অফিসে প্রতিদিন গড়ে ৫-৬টি তালাকের নোটিশ পাওয়া যায়। গত সাত মাসের গড় চিত্র এটি। অফিসে নোটিশ পাঠায় না কিন্তু তালাকের ঘটনা ঘটে এমনও আছে অনেক। তবে কি প্রতিদিন গড়ে ১০টি তালাক ঘটে? কুসিক এলাকায় কি তালাকের পরিমাণ বেড়ে গেলো?
.
তালাক বৃদ্ধির কারণ হিসেবে আপনি কোন কোন বিষয়কে দায়ী করবেন?বিচ্ছেদের আবেদনপত্রে মান্ধাতা আমলের ‘বনিবনা না হওয়া’, ‘মতের অমিল’, শারীরিক নির্যাতন’, ‘যৌতুক’, ‘শারীরিক অক্ষমতা’, ‘অসুস্থতা’, ‘বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্ক’ ইত্যাদি গৎবাঁধা কারণ ছাপা থাকে। সেখানেই টিক দিয়ে দেয়।
প্রকৃত কারণ কেউ তালাকের নোটিশে লিখে না। তালাক ইদানিং পুরুষের চেয়ে নারীরা বেশি দেন। পুরুষেরাও দেন।
এখন, তালাকের প্রকৃত কারণ কী কী?
১-অনলাইনের ব্যবহার
২-পরকীয়া
৩-নারীর ক্ষমতায়ন
৪-পারস্পরিক সম্মানবোধের অভাব
৫-স্বাধীনচেতা মনোভাব
৬-পারিবারিক মূল্যবোধের অভাব
৭-ধর্মীয় রীতি না মানা
৮-আইনের প্রতি অশ্রদ্ধাশীল
৯-মাদকাসক্তি
১০-নিজের অধিকারের প্রতি যত সচেতন, দায়িত্ব কর্তব্যের প্রতি তত সচেতন নয়
১১-একান্নবর্তী পরিবার কমে যাওয়ায় পারিবারিক বন্ডেজ কম
১২-সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক নেটওয়াক দম্পতিদের মধ্যে কম থাকা
১৩-প্রতারণা
১৪-ভরণপোষণ না দেওয়া,
১৫-যৌতুকের দাবিতে নির্যাতন,
১৬-স্বামী-স্ত্রীর সন্দেহবাতিক মনোভাব,
১৭-পুরুষত্বহীনতা বা নারীর মিলনে অনীহা
১৮-ব্যক্তিত্বের সংঘাত।
১৯-স্বামী স্ত্রীর বদমেজাজ,
২০-সংসারের প্রতি উদাসীনতা,
২১-সন্তান না হওয়া,
২২-অবাধ্য হওয়া,
২৩-মানসিক অসুস্থতা
২৪-প্রচুর ব্যস্ততা ও অস্থিরতা
২৫-সামগ্রিকভাবে নৈতিক অবক্ষয়।
…
নাগরিক হিসেবে আপনারও অভিজ্ঞতা বা চারপাশের ঘটনা জানা আছে। ২৫টি কারণের মধ্যে আপনি কোন কোন কারণকে বেশি দায়ী করবেন? নম্বরগুলো কমেন্টে লিখুন। বা ২৫টির বাইরে কোনো কারণ জানা থাকলে তা উল্লেখ করুন।