• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

অবৈধভাবে বালু উত্তোলন করায় বোমা মেশিন জব্দ

| নিউজ রুম এডিটর ৬:১৭ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া পশ্চিম এলাকায় অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালি উত্তোলন করায় বোমা মেশিন জব্দ করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আঙ্গুর।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বালু উত্তোলন করায় মেশিনটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

এ ঘটনায় বড়খাতা ভূমি উপ-সহকারী অতুল বাবু বাদী হয়ে বোমা মেশিন এর মালিক সেলিম সম্রাটসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আটককৃত আলমগীর হোসেন(২৫) পশ্চিম ফকির পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, উপজেলার পশ্চিম ফকিরপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন সেলিম সম্রাট। বালু উত্তোলনের ফলে স্কুল সংলগ্ন বসতবাড়ী এবং বাঁশঝাড় ঝুঁকির মুখে পড়ায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অভিযোগ করেন এলাকাবাসী।

পরে ঘটনাস্থলে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আঙ্গুরের নেতৃত্বে একটি দল এসে অবৈধ বোমা মেশিন টি কে জব্দ করে থানায় নিয়ে যান।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, এলাকাবাসীর অভিযোগ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বালু উত্তোলনের ফলে একটি বাসঝাড় ভেঙে পড়েছে। আশেপাশে কৃষিজমি ও হুমকির মুখে পড়েছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন,অত্র উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা অবৈধ। জড়িতদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অবৈধ বোমা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।