রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সর্দার মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে (৩৫) গ্রেফতার করেছে (র্যাব)। র্যাব বলছে, চলতি পথের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া এক চক্রের ‘সর্দার’ তিনি।
রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে মনির বলেছে, সে একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন ধরে শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনাশক মিশিয়ে বাসসহ পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীদের খাইয়ে মূল্যবান জিনিসপত্র লুট করার কাজে লিপ্ত ছিল।
ওই কৌশলের কারণে মনির চক্রের মধ্যে ‘শশা মনির’ নামে পরিচিত ছিলে বলে র্যাবের ভাষ্য।
নোমান আহমেদ বলেন, মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা রয়েছে।