• আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ রাশিয়ার

| নিউজ রুম এডিটর ৭:২১ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে রাশিয়া। এর আগে শান্তি আলোচনায় দুপক্ষ যেসব বিষয়ে একমত হয়েছিল ইউক্রেন বারবার সেই অবস্থান থেকে সরে আসছে বলে অভিযোগ করেছে মস্কো।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুর্ভাগ্যবশত ইউক্রেন দুই পক্ষের একমত হওয়া বিষয়গুলোর ব্যাপারে স্থিতিশীল নয়। তারা বারবার তাদের অবস্থান বদলাচ্ছে।

তবে শান্তি আলোচনা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, পেসকভের এমন মন্তব্যের মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে।

খারকিভে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। মাইকোলাইভ শহরে ক্রমাগত রকেট হামলা চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে। সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চলছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই।

রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলছেন।