• আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা-ভাইয়ের লাঠির আঘাতে হাসপাতালে প্রভাষক, থানায় অভিযোগ

| নিউজ রুম এডিটর ৬:১১ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজের প্রভাষক আরিফুজ্জামানকে পারিবারিক কলোহ ও মনোমালিন্যের জের ধরে মারপিট করার অভিযোগ উঠেছে সৎ বাবা তাহাজুল ইসলাম ও ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা থানায় সৎ বাবা ও ভাইসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন প্রভাষক আরিফুজ্জামান।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর গোতামারী গ্রামের তাহাজুল ইসলাম এর সাথে একই এলাকার মৃত. আফতাব উদ্দিন আহম্মেদ এর ছেলে, দইখাওয়া আদর্শ কলেজের প্রভাষক আরিফুজ্জামান (৪১) এর পারিবাড়ির বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল, তারই জের ধরে বুধবার দিনগত রাত ১১ টার পর নিজবাড়ীর আঙ্গিনায় প্রভাষক আরিফুজ্জামান এর সাথে তাহাজুল ইসলাম এর তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাহাজুল ইসলাম এর ছেলে, ফরিদুল ইসলাম, মজিদুল ইসলাম গং ছুটে এসে হঠাৎ প্রভাষক আরিফুজ্জামান এর উপর হামলা করে মাথায় আঘাত করে আহত করে এবং প্রভাষক আরিফুজ্জামান এর পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ করে দেওয়া সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। তখন স্থানীয়রা ছুটে এসে প্রভাষক আরিফুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রভাষক আরিফুজ্জামান বাদী হয়ে ন্যায় বিচার প্রার্থনা করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে তাহাজুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।