• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

| নিউজ রুম এডিটর ৫:৩৮ অপরাহ্ণ | মে ৭, ২০২২ পঞ্চগড়, সারাদেশ

মুুহম্মদ তরিকুল ইসলাম, প গড় প্রতিনিধিঃ সর্বোত্তরের জেলা প গড়ের তেঁতুলিয়ায় সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদ-উল- ফিতর ও পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) বাংলাবান্ধা স্থলবন্দর এক সপ্তাহ বন্ধের পর পূণরায় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে।

শনিবার (৭ মে ২০২২) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের এই আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়।

বন্দর সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত ৩০ এপ্রিল থেকে ৬ মে বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। এক সপ্তাহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর শনিবার (৭ মে) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়ে গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদ-উল- ফিতর ও পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে ছুটির পর চতুদের্শীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানী কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে ০৬ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।