• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ |

লালমোহনে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,মাছের সাথে এ কেমন শত্রুতা!

| নিউজ রুম এডিটর ১১:৫৪ অপরাহ্ণ | মে ৭, ২০২২ সারাদেশ

মোঃমামুন হোসাইন ভোলা দক্ষিণ থেকে।। ভোলার লালমোহনে একটি পুকুরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ মে) গভীর রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আব্দুর রশীদ সর্দার বাড়ির আসাদুজ্জামানের বসতবাড়ির চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।

আসাদুজ্জামান, নিজ বসতবাড়ির একটি পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান কে বা কারা শত্রুতা বসে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ২০ মন রুই,কাতল,পাঙ্গাস, তেলাপিয়া ও চিংড়ি মাছ মরে ভেসে উঠেছে। এতে তার দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাকসুদুর রহমান মুরাদ বলেন,বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।