• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মো: রেদওয়ানুল হক মিলন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই শিশু মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

মৃত দুই শিশু ওই উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে তারা দুজনেই বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু দু’টি। পানিতে পড়ার প্রায় দুই ঘন্টার পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে করেন।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।