• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মো: রেদওয়ানুল হক মিলন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই শিশু মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

মৃত দুই শিশু ওই উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে তারা দুজনেই বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু দু’টি। পানিতে পড়ার প্রায় দুই ঘন্টার পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে করেন।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।