উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধান বোধাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফ পাড়া গফফার মোল্যার ছেলে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, ব্যবসায়ী শামীম মোল্যা মোটর সাইকেলে করে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীতমুখী ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হন। পরে শামীমকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। আহত মোটর সাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।