নিজস্ব প্রতিবেদক: পুত্র সন্তানের বাবা হয়েছেন সাংবাদিক ও গীতিকার রাহুল রাজ।
১৮মে রাজধানীর আজমপুর আর্ক হাসপাতালে প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি।
মা ও সন্তান দুজনেই পুরোপুরি সুস্থ আছে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। নবজাতকের নাম রাখা হয়েছে রিশ রাজ।
রাহুল রাজ দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার। তিনি ডিউজে সহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
প্রথম বাবা হওয়া প্রসঙ্গে রাহুল রাজ জানান, এই অনুভূতি শুধু তারাই বুঝবে যারা প্রথমবারের মতন বাবা হয়েছেন।
পরিশেষে তিনি মা ও সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।