মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজারে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে ২টা পযর্ন্ত থানাহাট বাজারে অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অভিযানে ফজর আলী স্টোরের মালিক জুয়েল রানাকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে ফেলার অপরাধে ১০ হাজার টাকা এবং একই বাজারের মন্টু স্টোরের মালিক মোস্তাফিজুর রহমান মন্টুকে যথাযথভাবে তেল বিক্রয় না করে অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, দুটি দোকান থেকে উদ্ধারকৃত পূর্বের দামের মোট ১৪৩ লিটার তেল গায়ের দামে সাধারণ ভোক্তার নিকট বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ঐ সকল দোকানিকে সতর্ক করে দেয়া হয় যাতে আগামীতে তারা আর কোনও দিন ভোক্তা অধিকার লঙ্গন না করে।
তিনি আরো বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কুড়িগ্রাম জেলার সব স্থানে অভিযান পরিচালনা করে থাকি।
এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।