মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাপ্পী নামের এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার জলিল বিড়ি মোড়ে।
জানা গেছে, ৩০মে দুপুর বেলা কুড়িগ্রাম শহরতলীর পুরাতন স্টেশন এলাকার জলিল বিড়ি মোড়ে পরস্পর বাকবিতণ্ডার এক পর্যায়ে সহকর্মী বাইজিদ ইসলাম বাপ্পী এবং খোকন মিয়ার সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খোকন পাশে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাইজিদ ইসলাম বাপ্পির গলায় কোপ মারে। এতে রক্তাক্ত জখম হয় বাপ্পি। সহকর্মীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খুনের শিকার হওয়া বাইজিদ ইসলাম বাপ্পী কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার চৌধুরী পাড়া গ্রামের খাদেম আলীর পুত্র বলে জানা গেছে। নিহত বাপ্পী কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। তার বাবা খাদেম আলী পক্ষঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন যাবত শয্যাশায়ী। বাপ্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে পড়ালেখার পাশাপাশি সংসারের হাল ধরেছিল বলে তার পরিবার নিশ্চিত করেন। বাপ্পীর অকালে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত আছি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।