• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

লালমনিরহাট ডিসি অফিসে আগুন

| নিউজ রুম এডিটর ৫:১৬ অপরাহ্ণ | মে ৩১, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বৈদ্যুতিক প্রধান স্টেশনে আগুন লাগে।

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুতের প্রধান স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ আগত সেবাগ্রহীতারা আতঙ্কিত হয়ে পড়েন। ওই ভবনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট এসে পরিস্থিতি পর্যাবেক্ষণ করে।

আরিফুল ইসলাম বলেন, আপাতত বিদ্যুতের সব লাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় কার্যালয়ে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।