• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

ওয়ানডেতে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নাম ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৪৯৮ রান করেছে। উইকেট গেছে মাত্র ৪টি। এর মাধ্যমে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে তারা।

এর আগেও অবশ্য সর্বোচ্চ রানটা করেছিল ইংল্যান্ডই। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল।
এদিকে ম্যাচটিতে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান। এর মধ্যে বাটলার ১২৫ এবং সল্ট ১২২ রান করে আউট হন। অন্যদিকে বাটলার ৭০ বল খেলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন।