উদ্বোধনের পরদিন পদ্মা সেতুর নাট খোলার ভিডিও আপলোড করা যুবককে আটক করেছে সিআইডি। তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিআইজি (সাইবার) জামিল আহমেদ।
তিনি জানান, নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা ওই যুবকের নাম বায়েজিদ মোল্লা, তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বায়েজিদ নামের ওই ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। নাট খুইল্লা…’