• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

স্বজন সমাবেশের উদ্যোগে শিশু খাদ্য সহ ত্রাণ বিতরণ (ভিডিও)

| নিউজ রুম এডিটর ৮:৩৮ অপরাহ্ণ | জুলাই ৬, ২০২২ সারাদেশ, সিলেট

স্টাফ রিপোর্ট:শিশুখাদ্যসহ সুনামগঞ্জে বন্যাকবলিত সুবিধাবঞ্চিত ৩ শতাধিক (ভিক্ষুক) পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে ‘আজাদ ফাউন্ডেশনের’ নিজস্ব অর্থায়নে জেলার তাহিরপুরে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে প্রথম ধাপে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয় সোমবার দিনব্যাপী।

উপজেলার বাদাঘাটে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল ইউনিয়নের বন্যা কবলিত সুবিধা বঞ্চিত ৩ শতাধিক পরিবারের (ভিক্ষুক) মধ্যে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষক (সাংবাদিকের সহধর্মিণী) মনোয়ারা বেগম।

এ সময় সমাজসেবিকা রোমানা আক্তার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক শিহাব সরোয়ার শিপু, ফটোগ্রাফার ও সদস্য সচিব সালমান তাজরিয়ান, স্বজন সাইফুল্লাহ শাহ, মো. শাহিন মিয়া, জেলা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, সুশীল সমাজ, বন্যাকবলিত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

অতীতের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, হাওড়ের ফসল ডুবি, কোভিড-১৯, ধর্মীয় উৎসব, শিক্ষা সহায়তা প্রদান, অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা, কন্যাদায়গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ সুবিধা প্রদান, শিশুদের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ, শীতবস্ত্র বিতরণ, নানা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘আজাদ ফাউন্ডেশন’-এর অর্থায়নে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় এ দুই সংগঠনের প্রশংসা করেন সুশীল সমাজের নেতারা।।

https://www.youtube.com/watch?v=S0iW11lNr24&authuser=0