• আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

৫০ হাজার টাকায় অন্যের পরীক্ষা দেন মিজান

| নিউজ রুম এডিটর ১০:৪৩ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০২২ অপরাধ-দুর্নীতি

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ ৫০ হাজার টাকা চুক্তিতে প্রক্সি দিতে গিয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে আটক হয়েছেন মিজানুর রহমান মিজান নামে এক ভুয়া পরীক্ষার্থী।

বৃহস্পতিবার(২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহরীয়ার হাসান। আটক মিজানুর রহমান মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামের খলিফার রহমানের ছেলে।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহরীয়ার হাসান জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ চলছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা বুধবার(২৭ জুলাই) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এ অনুষ্ঠিত হয়। এতে 99GD080896 রোল নম্বরের সারোয়ার মন্ডল সজীবের পক্ষ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রে আসে‌ন মিজানুর রহমান মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে মিজানুর রহমানকে আটক করে বিজিবি। পরে বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজানুর স্বীকার করেন ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তার সাথে জড়িত দালাল চক্রটির তথ্যও বিজিবিকে প্রদান করেন মিজানুর।

এ ঘটনায় প্রক্সি দেয়ার অপরাধে আটক মিজানুর রহমান ও দালাল চক্রটির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে আটককৃতকে পুলিশে সোপর্দ করে বিজিবি।