• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

বিপিএলে দল কিনছেন সাকিব

| নিউজ রুম এডিটর ৬:০৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩, ২০২২ খেলাধুলা, লিড নিউজ, সারাদেশ

আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর টুর্নামেন্টে দল কিনছেন সাকিব আল হাসান! এ খবরে চোখ ছানাবড়া হবে যে কারও।

তবে যখন বলা হবে ক্রিকেট নয়; বাংলাদেশ হকি ফেডারেশন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে দল কিনতে যাচ্ছে সাকিবের প্রতিষ্ঠান, তখন অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরবেন।

সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে এসিই। সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি দলের নামও প্রকাশ হবে। যেখানে থাকবে অলরাউন্ডার সাকিব আল হাসানের মোনার্ক মার্টের নাম। এ ছাড়া একমি গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেকের একটি করে দল নেওয়ার কথা রয়েছে।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা। লিগে মোট ৩৪ ম্যাচ হবে। ক্রিকেটের বিপিএলের মতো এ টুর্নামেন্টেও থাকবে আইকন, ‘এ’ প্লাস ও বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ৪-৫ জন বিদেশি খেলোয়াড়ও থাকবে। প্রতি দলে থাকবে বিদেশি কোচ। থাকবেন বিদেশি আম্পায়ার।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘৫ সেপ্টেম্বর এসিইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর অনেক বিষয় চূড়ান্ত হবে৷ এখনো অনেক বিষয় নিয়ে কাজ চলছে। আশা করি বাংলাদেশের হকির ইতিহাসে দারুণ এক কাজ হবে।’