• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

| নিউজ রুম এডিটর ৮:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার,ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ নাম্বার বেডে ভর্তি থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা ওই কিশোরী মা গতকাল রবিবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় রাজিব (২৪) নামে এক যুবককে গ্রেফতারর করেছে পুলিশ৷

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরীর অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয় ময়মনসিংহের কমলাপুরের ফজলুল হকের ছেলে মোঃ রাজিব মিয়া (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। ১৫ বছর বয়সী ওই কিশোরী গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভুক্তভোগী ধর্ষিতা কিশোরীর মা অভিযোগ করে বলেন, মহিলা ওয়ার্ডের ৩ নং বেডে ভর্তি থাকা এক মহিলা রোগী আমাকে ঘটনাটি জানায়। সে ১ মাস যাবৎ সেখানে ভর্তি ছিলো৷ আমার মেয়ে ছিলো ১৩ নং বেডে। আমার মেয়েকে ওয়ার্ড বয় রাজিব ১ নং কেবিনে নিয়ে ধর্ষণ করে।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নারীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ড বয়কে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হেফাজতে নেয়া হয়েছে।