• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

| নিউজ রুম এডিটর ৮:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার,ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ নাম্বার বেডে ভর্তি থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা ওই কিশোরী মা গতকাল রবিবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় রাজিব (২৪) নামে এক যুবককে গ্রেফতারর করেছে পুলিশ৷

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরীর অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয় ময়মনসিংহের কমলাপুরের ফজলুল হকের ছেলে মোঃ রাজিব মিয়া (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। ১৫ বছর বয়সী ওই কিশোরী গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভুক্তভোগী ধর্ষিতা কিশোরীর মা অভিযোগ করে বলেন, মহিলা ওয়ার্ডের ৩ নং বেডে ভর্তি থাকা এক মহিলা রোগী আমাকে ঘটনাটি জানায়। সে ১ মাস যাবৎ সেখানে ভর্তি ছিলো৷ আমার মেয়ে ছিলো ১৩ নং বেডে। আমার মেয়েকে ওয়ার্ড বয় রাজিব ১ নং কেবিনে নিয়ে ধর্ষণ করে।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নারীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ড বয়কে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হেফাজতে নেয়া হয়েছে।