• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৮:০৯ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ বাড়ি থেকে থেকে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও মাহিম (৩)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ‘মবুপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে মা তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার বিকেলে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। তারাও কাজ করছেন। মরদেহগুলো উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’