

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিনঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোঃ আঙ্গুর মিয়া নামের এক খুচরা সার ডিলারের দোকান থেকে কালোবাজারে সার বিক্রি করে নরসিংদীর বেলাবতে পাচারকালে ৪ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
গত বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর ব্রহ্মপুত্র নদে কুলিয়ারচর-বেলাব ব্রিজের উপর থেকে ওই সার আটক কর হয়। পরে আটকৃত ওই সার নাপিতেরচর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভবেশ চন্দ্র বিশ্বাসের ফার্নিচার দোকানের তথ্যবধানে রেখে কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম চলে যাওয়ার ২০/২৫ মিনিট পর সার ডিলার মোঃ আঙ্গুর মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া দা বল্লমসহ শতাধিক লোক নিয়ে ভবেশ চন্দ্র বিশ্বাসের দোকানে হামলা চালিয়ে দোকানের দায়িত্বে থাকা কর্মচারীদের মারপিট করে জব্দকৃত সার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীদের মারপিটে মোঃ নাদিম মিয়া (২০), মোঃ মাছুম মিয়া (২৪), মোঃ ফারুক মিয়া (৩৬) আহত হয়। হামলার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী মোঃ সবুজ মিয়াকেও নাজেহাল করে মোঃ সোহেল মিয়ার লোকজন।
মারামারির ঘটনায় মোঃ মাছুম মিয়া বাদী হয়ে সার ডিলার মোঃ আঙ্গুর পুত্র মোঃ সোহেল মিয়াকে প্রধান আসামী করে ৫/৬ জনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। আর কালোবাজারে সার বিক্রির ঘটনায় ঐদিন উপজেলা কৃষি কর্মকর্তাগন ঘটনাস্থল পরদর্শন করে৷ তাৎক্ষণিক মোঃ আঙ্গুর মিয়ার সারের লাইসেন্স বাতিল করে দিয়ে দুটি দোকানও সাময়িকভাবে সিলগালা করে দেয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর এলাকার খুচরা সার ডিলার মোঃ আঙ্গুর মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া এলাকার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি না করে অধিক লাভের আশায় বেলাব উপজেলায় কালোবাজারে বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে গত বুধবার সন্ধ্যার দিকে কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম নাপিতেরচর ব্রহ্মপুত্র নদের ব্রিজে গিয়ে অবস্থান নেয়। এসময় একটি বিভাটেক করে ৪ বস্তা ইউরিয়া সার নিয়ে বেলাব যেতে চাইলে এই সার আটক করেন।
কালোবাজারে সার বিক্রি ও আটকের বিষয়ে সার ডিলার মোঃ আঙ্গুর মিয়ার পুত্র মোঃ শাকিল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মিমাংসা হয়েছে। মারামারির ঘটনা প্রসঙ্গে বলেন, এটিও মিমাংসার লক্ষ্যে আলাপ-আলোচনা চলছে।
মারামারির অভিযোগ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ফরিদপুর ৯নং বিট অফিসার মোঃ ফকরুল হাসান ফারুক বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।