• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

পেশা গোপন করে ইউপি চেয়ারম্যানের ভারত গমন, ব্যবস্থা নিতে অভিযোগ

| নিউজ রুম এডিটর ৯:৫২ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২২ দিনাজপুর, লিড নিউজ, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পাসপোর্টযোগে ভারতে গমনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন গোলজার হোসেন নামের এক ব্যাক্তি।

শনিবার (২২ অক্টোবর) হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো. বদিউজ্জামানকে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছে গোলজার হোসেন নামের ওই ব্যাক্তি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বিরামপুর উপজেলাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রহমত আলী। গত বছরের ১৭ই ডিসেম্বর তার নামে গেজেট প্রকাশিত হয়। চেয়ারম্যান রহমত আলী সরকারের অনুমতি না নিয়েই গত ১৮ অক্টোবর তারিখে ভারতে গমন করেন। যা ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪ এর উপধারা (৪) এর (জ) অনুযায়ি তিনি চেয়ারম্যান পদ হতে অপসারন যোগ্য অপরাধ। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রহমত আলীর মোবাইল নাম্বারে যোগাযোগ করেও তিনি ভারতে থাকাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো.বদিউজ্জামান বলেন, সে ইউপি চেয়ারম্যান কিন্তু সে পাসপোর্টে তার পরিচয় বদল করে ব্যবসায়ী পরিচয় দিয়ে গত ১৮ অক্টোবর পাসপোর্ট যোগে ভারতে গিয়েছেন। আজ শনিবার (২২ অক্টোবর) পর্যন্ত সে ভারত থেকে দেশে ফিরে আসেননি। আজকে এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি সেই বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি কেউ পেশা পরিবর্তনকরে সেটিতার ব্যাক্তিগত অপরাধ। এবিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের করনীয় কিছু নেই এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় বা জেলা প্রশাসক ব্যবস্থা নিবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, উপজেলার পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান যে ভারতে গিয়েছে সেই বিষয়টি আমার জানা নেই বা আমাকে অবহিত করা হয়নি। আমার জানা মতে যেহেতু সে চেয়ারম্যান সে ক্ষেত্রে তার ভারতে গমনের ক্ষেত্রে অবশ্যই অনুমোদন নিতে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর চেয়ারম্যান যে অফিশিয়ালি নেই সেটিও আমার জানা নেই।