• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

কুলিয়ারচরের এক আলোকিত পরিবারের গল্প

| নিউজ রুম এডিটর ১০:২৮ পূর্বাহ্ণ | নভেম্বর ৫, ২০২২ লাইফ স্টাইল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : বলছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর খান বাড়ির এক আলোকিত পরিবারের গল্প।

গল্পের প্রধান হলেন প্রয়াত মোঃ দেওয়ান আলী খান। তিনি সরকারি চাকুরিজীবী ছিলেন। চাকুরি করতেন বিএডিসিতে। সরকারি চাকুরির পাশাপাশি পরিবারের একজন দায়িত্বশীল অভিভাবক ও সফল বাবা ছিলেন তিনি।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, সফল এই বাবার জীবনে কোনো অপূর্ণতা নেই। তার সাত সন্তান। তাদের মধ্যে তিন ছেলে, চার মেয়ে। সকলকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করিয়েছেন। তারা সবাই এখন সরকারি চাকুরিজীবী। তারা এখন দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
তাদের মধ্যে মোছাঃ আসমা খানম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-এ, মোঃ পাবেল খান জুয়েল এলজিইডি-এ, নাজমুন নাহার ইতি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-এ, মোঃ বিপুল খান আয়কর বিভাগ-এ, মোঃ আলভাব খান আয়কর বিভাগ-এ, নাছরিন খানম ইথেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-এ ও উম্মে হাবিবা নুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয-এ প্রধান শিক্ষক।

শুধু তার পরিবারের সন্তানরাই সরকারি চাকুরিজীবী নয়, পুত্র বধুরাও সরকারি চাকুরি করেন। অর্থাৎ প্রয়াত দেওয়ান আলী খানের পরিবারের সকলেই সরকারি চাকুরিজীবী।

গল্পের প্রধান সফল পিতা প্রয়াত মোঃ দেওয়ান আলী খান ২০১৬ সালের ১৭ নভেম্বর ফরিদপুর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিনি তার সফলতা দেখে যেতে না পারলেও নিজের হাতে সাজানো ঘর এবং সংসার এখন ফরিদপুর ইউনিয়নের মধ্যে একটি আলোকিত পরিবার।

আলোকিত পরিবারের সন্তান আয়কর বিভাগে কর্মরত মোঃ বিপুল খান তার প্রয়াত পিতা মোঃ দেওয়ান আলী খানের জন্য দেশ-বিদেশে অবস্থান সকলের দোয়া চেয়েছেন।