• আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৩:০৯ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২২ গণমাধ্যম, লিড নিউজ

নিজস্ব প্রতিনিধি: গতকাল সার্ক সাংবাদিক ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের রাজধানীর উত্তর বাড্ডার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়

বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম এর কেন্দ্রীয় মহাসচিব আবদুর রহমান।

সভায় বাংলাদেশ চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি আগামী বিজয় দিবসের আগেই সকল সদস্যদের সাথে আলোচনা করে দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবং আগামী ২৯২৩ সালের জানুয়ারি দিল্লিতে আন্তর্জাতিক সাংবাদিক কনফারেন্সে অংশগ্রহণসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দক্ষিণ এশিয়ার আফগানিস্তানসহ বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য এমএ আকরাম, আমিনুল ইসলাম আহাদ, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।