• আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুলিয়ারচরের ফরিদপুরে তিন দিনের ওরশ দু’দিনে শেষ: খালি হাতে বাড়ি ফিরছে ব্যবসায়ীরা

| নিউজ রুম এডিটর ৬:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ৮, ২০২২ ধর্ম

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : সাধক কুলের শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত সাধক, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রঃ) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও তিন দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক ঘোষণা দেয় মাজার কতৃপক্ষ। ঘোষণা অনুযায়ী গত ৫ ডিসেম্বর সোমবার সকাল থেকে ওরশ মোবারক শুরু হয়ে ৮ ডিসেম্বর বুধবার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের অনুমতি না থাকায় দু’দিনের মাথায় মঙ্গলবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় তাড়াহুড়ো করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরশ মোবারক স্থগিত ঘোষণা করা হয়। মাইকে এ ঘোষণার পর মাজারে আগত ভক্তবৃন্দরা আস্তে আস্তে মাজার এলাকা ত্যাগ করে চলে যায়। এসময় দোকানপাট বন্ধ করার জন্যেও বার বার মাইকিং করতে থাকে। এ অবস্থায় বিভিন্ন প্রকার মালামাল নিয়ে দুর-দুরান্ত থেকে আসা ব্যবসায়ীরা পড়ে যায় চরম বিপাকে। তাদেরকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। শুধু ব্যবসায়ীরা নয়, দুরের ভক্তবৃন্দদেরও বাড়ে দুঃখদুর্দশা।

৩ দিনের ওরশ ২ দিনের মাথায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করার পর মিষ্টি দোকানি লিটন বর্মনসহ ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও ৩ দিন ব্যাপী ওরশ হবে- মাজার কতৃপক্ষের এই আশ্বাসে তারা ৩ দিনের জন্য জয়গার মালিকদের নিকট থেকে জায়গা ভাড়া করে দোকান নিয়ে বসে একদিন আগেই চলে যেতে হচ্ছে। শুধু তাই নয়, তাদের লাভ তো দুরের কথা রাতটা পার করে সকালে কিভাবে বাড়ি ফিরবে এ নিয়েও সঙ্কা দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে।
নাম প্রকাশ না করার শর্তে বগুড়া থেকে আসা কাটের তৈরি একজন খেলনা ব্যবসায়ী- মাজার পরিচালনা কমিটিকে দায়ী করে বলেন, প্রশাসনের অনুমতি যেখানে ২ দিনের বেশি ছিল না সেখানে তারা ৩ দিন ব্যাপী ওরশ মোবারক হবে এমন ঘোষণা কেন দেয়? এখন দুর-দুরান্ত থেকে আসা শত শত ব্যবসায়ীদের ক্ষতি পূরন দেবে কে?

ব্যবসায়ী ও দুর-দুরান্তের ভক্তবৃন্দদের দুঃখ-দুর্দশা নিয়ে এলাকার বিভিন্ন স্থানে এখন সমালোচনার ঝড় বইছে। অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে ওরশের অনুমতি ২ দিনের সেখানে মাজার কতৃপক্ষ ৩ দিনের কথা বলে কেন? কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, দু’দিনের বাইরে অনুমতি নেই বলেই সম্ভবত এবার ওরশের পোস্টারিং করা হয়নি।

নির্ধারিত সময়ের আগে ওরশ মোবারক স্থগিত ঘোষণার কারণ জানতে চাইলে মাজার উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমরা প্রশাসনের নির্দেশ ক্রমে নির্ধারিত সময়ের আগে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরশ মোবারক স্থগিত ঘোষণা করেছি।মাজারের সাধারণ সম্পাদক আজিজু হক কাশেম এর সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

মাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন ভূঁইয়া টিংকু বলেন, ওরশের অনুমতি ৩ দিনের ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে যেটা ৮ ডিসেম্বর ভোর সকালে শেষ হওয়া কথা ছিল সেটা ৭ ডিসেম্বর সন্ধ্যায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ করা হয়েছে। তবে ব্যবসায়ীদের যে কিছুটা ক্ষতি হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দু’দিন সময়ের জন্য অনুমতি ছিল, সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরশ সমাপ্ত করা হয়েছে।