• আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ | ভারতের হামলায় ১১ সেনাসহ ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের | ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ |

আত্মহত্যার ছয় মাস পর প্রেমিক যুগলের মূর্তি বানিয়ে বিয়ে

| নিউজ রুম এডিটর ৮:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৩ আন্তর্জাতিক

বিয়ে তাদের হয়েছে। তবে বেঁচে থাকতে নয় আত্মহত্যার ছয় মাস পর। দুঃখের গল্পটা ভারতের গুজরাট রাজ্যের গনেশ ও রঞ্জনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, নিজেদের প্রেমকে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই প্রেমিক যুগল। তাদের ইচ্ছে ছিল দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে সারবেন। হবে জমকালো অনুষ্ঠান।

কিন্তু দুইয়ে দুইয়ে চার মেলেনি। পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। তার জেরেই শেষ পর্যন্ত আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন গনেশ-রঞ্জনা। একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন তারা।

২০২২ সালের আগস্টে গনেশ ও রঞ্জনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এবার সেই মৃত প্রেমিক-প্রেমিকার মূর্তি বানিয়ে তাদের বিয়ে দিয়েছে দুই পরিবারের লোকজন। তাদের মৃত্যুর ছয় মাস পরে সম্প্রতি এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কনে ও বরপক্ষের পরিবারের লোকজন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশোচনা থেকেই পরিবারের সদস্যরা এই বিয়ের আয়োজন করেন।

রঞ্জনার দাদা ভীমসিং পদভি জানান, ছেলের পরিবার তাদের দূর সম্পর্কে আত্মীয়। এ কারণে ছেলের পরিবার বিয়েতে রাজি ছিল না। যদিও তারা বুঝেছিলেন গনেশ ও রঞ্জনা একে অপরকে ভালবাসে।

উভয় পরিবার মনে করছে, এই বিয়েতে শান্তি পাবে গনেশ-রঞ্জনা যুগল।

সূত্র: ইন্ডিয়া টুডে