• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

আত্মহত্যার ছয় মাস পর প্রেমিক যুগলের মূর্তি বানিয়ে বিয়ে

| নিউজ রুম এডিটর ৮:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৩ আন্তর্জাতিক

বিয়ে তাদের হয়েছে। তবে বেঁচে থাকতে নয় আত্মহত্যার ছয় মাস পর। দুঃখের গল্পটা ভারতের গুজরাট রাজ্যের গনেশ ও রঞ্জনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, নিজেদের প্রেমকে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই প্রেমিক যুগল। তাদের ইচ্ছে ছিল দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে সারবেন। হবে জমকালো অনুষ্ঠান।

কিন্তু দুইয়ে দুইয়ে চার মেলেনি। পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। তার জেরেই শেষ পর্যন্ত আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন গনেশ-রঞ্জনা। একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন তারা।

২০২২ সালের আগস্টে গনেশ ও রঞ্জনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এবার সেই মৃত প্রেমিক-প্রেমিকার মূর্তি বানিয়ে তাদের বিয়ে দিয়েছে দুই পরিবারের লোকজন। তাদের মৃত্যুর ছয় মাস পরে সম্প্রতি এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কনে ও বরপক্ষের পরিবারের লোকজন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশোচনা থেকেই পরিবারের সদস্যরা এই বিয়ের আয়োজন করেন।

রঞ্জনার দাদা ভীমসিং পদভি জানান, ছেলের পরিবার তাদের দূর সম্পর্কে আত্মীয়। এ কারণে ছেলের পরিবার বিয়েতে রাজি ছিল না। যদিও তারা বুঝেছিলেন গনেশ ও রঞ্জনা একে অপরকে ভালবাসে।

উভয় পরিবার মনে করছে, এই বিয়েতে শান্তি পাবে গনেশ-রঞ্জনা যুগল।

সূত্র: ইন্ডিয়া টুডে