• আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতের কড়া পদক্ষেপ, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ | হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ | বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ | গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার | অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি | ‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত! | ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ | বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী | ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা | পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ |

ওম ন্যাশনাল একাডেমি (+2) কলেজের প্রাক্তন ছাত্রকে সম্মানিত করেছে

| নিউজ রুম এডিটর ৯:৪১ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২৩ আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ রঞ্জিত গুপ্ত, একজন প্রাক্তন ছাত্র যিনি ওম ন্যাশনাল একাডেমি কলেজ থেকে দক্ষতার স্তরে উত্তীর্ণ হয়েছেন, নেপালি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে কলেজ তাকে সম্মানিত করেছে। গুপ্তা নেপাল সেনাবাহিনীর লেফটেন্যান্ট (ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার) পদে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হন।

ওম ন্যাশনাল একাডেমি (+2) কলেজের পরিচালক ডঃ লালবাবু যাদব বলেছেন যে তার কলেজের ছাত্র রঞ্জিত গুপ্ত নেপালি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে নিজের নাম তৈরি করে কলেজের নাম উচ্চ করে তোলে। এছাড়াও তিনি জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

সম্মাননা গ্রহণ করে রঞ্জিত গুপ্ত বলেন, এই কলেজ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই কলেজের প্রফেসরসহ সকল শিক্ষক আমাকে পড়ালেখাসহ বিভিন্ন বিষয়ে উৎসাহ দিয়েছেন। এই কলেজের পরিবেশ খুবই ছাত্রবান্ধব। এই কলেজও আমাকে সম্মান জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মাধেসি সম্প্রদায় থেকে প্রথমবারের মতো, আমি নেপাল সেনাবাহিনীর টেকনিক্যাল সাব-সোলজার হিসেবে আমার নাম পেতে সফল হয়েছি।