• আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ১

| নিউজ রুম এডিটর ১২:২৬ অপরাহ্ণ | জুন ২২, ২০২৩ সারাদেশ

গোপালপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতের কবলে পড়ে দুইজন কৃষকের মৃত্যু ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের জহুর আলীর ছেলে ফজলুর হক (৫০) ও উত্তর পাথালিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আবুল কাশেম। আহত হয়েছেন বনমালী গ্রামের নবাব আলীর ছেলে ইকবাল (৩৫)।

বুধবার দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। ওসি মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাইশকাইল গ্রামে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ফজলুল হকের শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের জহুর আলীর ছেলে।

এদিকে উত্তর পাথালিয়া গ্রামের আবুল কাশেম মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আলমনগর ইউনিয়নের নবগ্রাম ঝিনাই নদীর পাড়ে বনমালী গ্রামের নবাব আলীর ছেলে ইকবাল বজ্রপাতের কবলে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।