• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা

| নিউজ রুম এডিটর ৫:৩১ অপরাহ্ণ | জুলাই ৬, ২০২৩ সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে সানজিদা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার হাটপাড়া গ্রামে ঘরের তীরের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একই গ্রামের শাহাজাদ আলীর মেয়ে।

নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, সানজিদা নামের ওই কিশোরী পরিবারের লোকজনের অজান্তে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত তিন বছর পূর্বে বাড়ির পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও দু’একবার গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।