• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

চিটাগং ভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলিয়ারচর (চুসাক) এর কমিটি গঠন

| নিউজ রুম এডিটর ১২:৪০ অপরাহ্ণ | জুলাই ৯, ২০২৩ জাতীয়

দক্ষিণ বঙ্গের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুলিয়ারচরের বর্তমানে অধ্যয়নরত ও সাবেকদের প্রাণের সংগঠন “চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলিয়ারচর (চুসাক)” এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঝমকালো এক আয়োজনে গত ৫ জুলাই সন্ধ্যায় দুসর রহমানকে আহবায়ক করে ঘোষিত ৭ সদস্যের এই আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।

ঘোষিত কমিটিতে মোঃ আসিফ আহমেদ সিয়ামকে ১নং, মোঃ ফয়সাল আহমেদকে ২নং, মাহফুজুর রহমানকে ৩নং, নাজমুল হাসানকে ৪নং, জুবায়ের হোসেনকে ৫নং ও গাজী মোস্তাকিমকে ৬নং যুগ্ম- আহবায়ক করা হয়েছে।

তাছাড়াও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, কুলিয়ারচরের কৃতি সন্তান- বর্তমানে পঞ্চগড়ের এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদকে প্রধান উপদেষ্টা করে ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, বর্তমানে কুলিয়ারচর উপজেলা ছাত্র লীগের সভাপতি সুশান্ত ভৌমিক ও সাবেক ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

আমাদের প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলিয়ারচর (চুসাক)” এর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গাজী মোস্তাকিম।