• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

রাজধানীতে অস্ত্রসহ ডাকাতির জন্য বের হয়ে গ্রেপ্তার ৫

| নিউজ রুম এডিটর ৫:১৪ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২৩ জাতীয়

রাজধানীর হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি লোহার প্লাস ও ১টি চাকু জব্দ করা হয়।

সোমবার (১০ জুলাই) রাতে হাজারীবাগ থানার সাদেক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আরিফ হাওলাদার ওরফে তারেক ওরফে মামুন, মো.লিমন, মো.ফয়সাল মুন্সী, মো.আলি মিয়া ও মো.নবী হোসেন।

মঙ্গলবার (১১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম।

এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে কয়েকজন লোক হাজারীবাগ থানার সাদেক ফিলিং স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো.আরিফ হাওলাদার, লিমন, ফয়সাল মুন্সী, আলি মিয়া ও নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা প্রত্যেকেই ডাকাত দলের সদস্য। গ্রেপ্তার লিমন ও ফয়সাল মুন্সীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।